
এস.এস.সি বিশেষ ক্লাশ মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র
এস.এস.সি বিশেষ ক্লাশ মডেল টেস্ট পরীক্ষা
দশম শ্রেণি
ইসলাম শিক্ষা (সৃজনশীল)
সময়: ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান: ৬০
১। রাজন নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করলেও বাহ্যিক দৃষ্টিতে তার মধ্যে ইসলামের নিদর্শনাবলি অনুপস্থিত। পার্থিব বিষয়ে তিনি খুব সচেতন অথচ পরকাল সম্পর্কে তার কোনো অনুভতিই নেই। মিথ্যা বলা, খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা তার নিত্যদিনের অভ্যাস। মসজিদের ইমাম সাহেব প্রকৃত ইমানের গুরুত্ব তুলে ধরে তাকে বলেন- “সবকিছুই ধ্বংসশীল, পরকালের সফলতার জন্য দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র।”
(ক) ইমান শব্দের অর্থ কী?
(খ) প্রকৃত ইমান বলতে কী বোঝানো হয়েছে?
(গ) রাজনের আচরণ ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর।
(ঘ) রাজন পরকাল সম্পর্কে সচেতন হলে আদর্শবান হতে পারে- বিশ্লেষণ কর।
২। আমজাদ সাহেব তার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালি ও সুরকির প্রথম মিশ্রণে...