
২য় সাময়িক পরীক্ষার রসায়ন প্রশ্নপত্র – নবম শ্রেণী
২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
নবম শ্রেণী
বিষয়ঃ রসায়ন
সময়ঃ ২ ঘণ্টা পূর্ণমান-৪০
যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ
১। প্রতি মৌলের পরমানু মৌলিক কণিকা দ্বারা গঠিত। কণিকা সমূহের মধ্যে কোনটি ধনাত্মক, কোনটি ঋনাত্মক আবার কোনটি চার্জ নিরপেক্ষ। একটি মৌলিক কণিকা নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান। পরমানুতে ঐ মৌলিক কণিকার বিন্যাস থেকে মৌলের ধর্ম সম্বন্ধে জানা যায়। এ কণিকার গ্রহণ ও বর্জনের ফলে মৌল আধান গ্রস্ত হয়। অবশিষ্ট কণিকাগুলো মৌলের নিউক্লিয়াসে অবস্থান করে।
(ক) নিউক্লিয়াসে চতুর্দিকে ঘূর্ণায়মান কণিকার নাম কি?
(খ) পরমানু কেন আধান গ্রস্ত হয়?
(গ) cu পরমানুর ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে দেখিয়ে এর যোজনী নির্ণয় কর।
(ঘ) মৌলের নিষ্ক্রিয়তা ও সক্রিয়তা নির্ধারণে এর ইলেকট্রন বিন্যাস প্রধান ভূমিকা পালন করে ব্যাখ্যা কর।
২। নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যায় ...