২য় সাময়িক পরীক্ষার ইসলাম ধর্ম প্রশ্নপত্র – অষ্টম শ্রেণী
২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
৮ম শ্রেণী
বিষয়ঃ ইসলাম ধর্ম
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৬০
১। রফিক তার বন্ধু জামালকে বলে যে, আমার পীর সাহেব পরকালে সুপারিশ করে আমাদের সকল মুরিদকে জান্নাতে নেবেন। এ কথা জামাল ইমাম সাহেবের নিকট জানতে চান পীর সাহেব কি? আমাদের সকলকে জান্নাতে নিতে পারেন? ইমাম সাহেব বললেন “রাসুল (রাঃ) সুপারিশ করে জান্নাতে নিতে পারেন। রাসুল (সাঃ) বলেছেন আমাকে শাকায়াত করার অধিকার দান করা হয়েছে।” জামাল বলল “আর কেউ কি পারবে না।?” তখন ইমাম সাহেব বললেন, আল্লাহর অনুমতি সাপেক্ষে নেক্কার বান্দারা ও সুপারিশ করতে পারবেন।
(ক) শাফায়াত শব্দের অর্থ কী?
(খ) শাফায়াত বলতে কি বুঝ?
(গ) রফিকের পীর সাহেব তার মুরিদদের জন্য সুপারিশ করতে পারবে কি না ব্যাখ্যা কর।
(গ) আমাকে শাফায়াত করার অধিকার দান করা হয়েছে। রাছুলুল্লাহ (সাঃ) এর বাণীটি বিশ্লেষণ কর।
...