২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
৮ম শ্রেণী
বিষয়ঃ সামাজিক বিজ্ঞান (সৃজনশীল অংশ)
সময়ঃ ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান-৬০
(প্রত্যেক বিভাগ থেকে একটি সহ মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।)
ক-বিভাগ
১। মিঃ হাসান ও রিমা উভয়ই সরকারি চাকরির শেষ প্রান্তে। তাদের একমাত্র সন্তান সজীব গত বৎসর লেখাপড়া শেষ করে একটি বিদেশি সংস্থার চাকরি করছে। সজিবের অফিসে সবাই কম্পিউটার ব্যবহার করে। মিঃ হাসান ও রিমা তাদের চাকরির প্রথম দিককার কথা মনে করেন কত কষ্ট করে একটি চিঠি টাইপ করতে হতো। টেলিভিশন চাকরি জিবনের মাঝামাঝি এসে কিনে ছিলেন। আর সজীব ছোট বেলা থেকেই বিভিন্ন দেশের টিভি চ্যালেন দেখে অভ্যস্থ। সজীবের আচরণেও তারা টেলিভিশনে দেখা অনুষ্ঠানের ছাপ লক্ষ করেন।
(ক) সামাজিক পরিবর্তন কী?
(খ) সামাজিক পরিবর্তনের একটি প্রধান কারণ বর্ণনা কর।
(গ) সজীবের আচারন কীভাবে পরিবর্তন হচ্ছে? ব্যাখ্যা কর।
(ঘ) টেলিভিশন সামাজিক পরিবর্তনের একটি অন্যতম মাধ্যম বিশ্লেষণ কর।
২। মিনা ও সাথি দুই বান্ধবী। তারা তাদের স্কুল থেকে শিক্ষা সফরে ময়মন সিংহে রাজ বাড়ি দেখতে গিয়ে ছিল। সেখানে প্রবেশ করতেই মিনার মনে পড়ে গেল পাঠ্য পুস্তকে পড়া প্রাদের উপর জমিদারদের অত্যাচারের কথা। মন খারাপ হয়ে গেল। সাথি বলল, “তবু মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে।” মিনা বলল, “তুমি কি মনে কর এই ব্যবস্থা শুধু সুফল বয়ে এনেছিল। সাথি বলল তা নয়, তবে এ ব্যবস্থায় প্রজাদের চেয়ে জমিদারেরা লাভবান হয়েছিল অনেক বেশি।
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তিত হয়?
(খ) সূর্যাস্ত আইনের ব্যাখ্যা দাও।
(গ) কিভাবে প্রজারা জমিদারদের অত্যাচারের শিকার হয়েছিল? বর্ণনা কর।
(ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত শুধুমাত্র জমিদারদের জন্য সুফল বয়ে এনেছিল বিশ্লেষণ কর।
৩। সুনীল বাল্য বিবাহ ও বহু বিবাহের ঘটনাকে ঘৃনার চোখে দেখে। সে বিধবা বিবাহের সমর্থক। সমাজের লোকজনের নিন্দা উপেক্ষা করে সে একজন হিন্দু বিধবা রমনীকে বিবাহ করেন। এক্ষেত্রে সুনিল আঠার শতকের ভারত উপমহা দেশের বিশিষ্ট সমাজ সংস্কারক ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগরের আদর্শ অনুপ্রাণিত হয়। এ উপমহাদেশে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজা রামমোহন রায় হাজী মুহম্মদ মুহসীন সৈয়দ আমীর আলী প্রমুখ ব্যক্তি বর্গকে সুনীল শ্রদ্ধাভরে স্মরণ করে।
(ক) ঐতিহাসিকগণ রাজা রাম মোহন রায়কে কী হিসাবে ব্যাখ্যা দিয়েছিলেন?
(খ) সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?
(গ) সুনীল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আদর্শে উজ্জীবিত একজন তরুন, ব্যাখ্যা কর।
খ-বিভাগ
৪। অনিকের মামা আমেরিকার যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি ঢাকায় বেড়াতে এলে অনিক জানতে চাইলে- আমেরিকা কীভাবে পৃথিবীর প্রায় সকল দরিদ্র দেশে খাদ্য সাহায্য করে। মামা তাকে বললেন, ভৌগোলিক কারণে উত্তর আমেরিকার প্রায় সব দেশেই প্রচুর ফসল উৎপন্ন হয়। তাছাড়া খনিজ সম্পদের দিক থেকেও মহাদেশটি সমৃদ্ধ হওয়ায় সেখানে অনেক শিল্প কারখানা গড়ে ওঠেছে। ফলে দেশগুলো প্রচুর আয় করে এবং দারিদ্র্য পীড়িত, রাষ্ট্রগুলোর প্রয়োজনে সাহায্য সহযোগিতা করে থাকে।
(ক) উত্তর আমেরিকা মহাদেশের কোন অংশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
(খ) কেন উত্তর আমেরিকাকে শ্রেষ্ঠ কৃষি প্রধান মহাদেশ বলা হয়।
(গ) অনিকের মামা উত্তর আমেরিকা মহাদেশের যে দেশটিতে থাকেন তা মহাদেশের মান চিত্র অঙ্কন করে চিহ্নিত কর।
(ঘ) খনিজ সম্পদ উত্তর আমেরিকাকে অন্যতম ধনী অঞ্চলে পরিণত করেছে- উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
৫। তাপস জানুয়ারি মাসে জাম্বুরি স্কাউট সম্মেলনে বাংলা দেশের ছাত্র প্রতিনিধি হয়ে ব্রাজিলে এসেছে। জানুয়ারী মাস হলেও তাপস এখানে দেশের গ্রীষ্ম কালীন তাপমাত্রা অনুভব করেছে। অথচ ব্রাজিল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।
(ক) কোন কৃষিজ পণ্য উৎপাদনে ব্রাজিল বিশ্বে প্রসিদ্ধ?
(খ) জানুয়ারী মাস হলেও ব্রাজিলের আবহাওয়া বাংলাদেশের গ্রীষ্ম কালীন আবহাওয়ার মত কেন?
(গ) দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি মানচিত্র অঙ্কন করে ব্রাজিল যে জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত সেই জলবায়ু অঞ্চল চিহ্নিত কর।
(ঘ) নিরক্ষীয় রেখা অতিক্রম করার কারণেই দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু বাংলাদেশের জলবায়ু অপেক্ষা ভিন্নতর। মূল্যায়ন কর।
৬। ১৯৬৭ সালে ইসরাইল যুদ্ধের মাধ্যমে বিস্তীর্ণ আরব ভূ-খন্ড দখল করে এবং ১৪৯৩৬ সালে জেরুজালেমে পবিত্র মসজিদ-উল-আফসায় আগুন লাগিয়ে দেয়। ইসলাম ধর্মের এই পবিত্র স্থানে এ ধরনের কাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে নাড়া দেয়। এরই ফলশ্রæতিতে মুসলিম রাষ্ট্র সমূহের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্য একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। কেবলমাত্র মুসলিম রাষ্ট্র সমূহই এ সংস্থার সদস্য হতে পারে। প্রতিষ্ঠার পর থেকে এ সংস্থাটি মুসলিম দেশ সমূহের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধিতে অবদান রাখছে।
(ক) অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের আলোকে কোন আন্তর্জাতিক সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে?
(খ) কেবল মাত্র মুসলিম রাষ্ট্র সমূহই এ সংস্থার সদস্য হতে পারে কেন?
(গ) মুসলমানদের মান মর্যাদা সংরক্ষণে এ সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা কর।
(ঘ) বাংলাদেশের সালে অপরাপর মুসলিম দেশ সমূহের সহযোগিতা বৃদ্ধিতে এ সংস্থার গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা কর।
গ-বিভাগ
৭। সেলিম সাহেব চট্টগ্রামে একটি তৈরী পোশাক শিল্পের মালিক। এ শিল্পে তাঁর বিনিয়োগের পরিমাণ ১৫০ কোটি টাকা। তৈরী পোশাক রপ্তানি করে প্রতি বছর তিনি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেন। তাঁর শিল্পে কর্মরত ৫০০ শ্রমিকের জীবনেও এসেছে স্বস্তি। তাঁর শিল্পের পাশেই রয়েছে জনকল্যাণ উদ্দেশ্যে পরিচালিত একটি সরকারি বস্ত্রশিল্প। উদ্দেশ্য ভিন্ন হলেও দুটি প্রতিষ্ঠানই একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করে।
(ক) তৈরী পোষাক শিল্পের এ বিনিয়োগ কোন প্রকারের বিনিয়োগ?
(খ) এ প্রকার বিনিয়োগের মূল প্রেরণা ব্যাখ্যা কর।
(গ) দুটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ভিন্ন হলে কীভাবে একে অন্যের পরিপূরক তা ব্যাখ্যা কর।
(ঘ) সেলিম সাহেব তাঁর পোশাক শিল্পের মাধ্যমে কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন- ব্যাখ্যা কর।
৮। মামুন সাহেব একজন সচেতন নাগরিক। তিনি লক্ষ করছেন তাঁর গ্রামের আর্থসামাজিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। কারণ অনুসন্ধান করে দেখলেন গ্রামটির লোকসংখ্যা খুব দ্রæত বাড়ছে। অধিকাংশ লোক অশিক্ষিত এবং তাদের সন্তান সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাচ্ছে। বর্তমানে এ গ্রামের লোকসংখ্যা ৪০০০-এরও অধিক। অথচ পাঁচ বছর পূর্বেও এ সংখ্যা ছিল ২৫০০। এখন গ্রামটিতে হাজারো সমস্যা।
(ক) উল্লিখিত সমস্যাটির নাম কী?
(খ) অশিক্ষিত লোকদের অধিক সন্তান ধারণের একটি কারণ ব্যাখ্যা কর।
(গ) বিদ্যমান সমস্যাটির কারণে মামুন সাহেবের গ্রামে সৃষ্ট তিনটি অর্থনৈতিক প্রভাব ব্যাখ্যা কর।
(ঘ) মামুন সাহেবের গ্রামের উক্ত সমস্যা সমাধানের উপায় যুক্তিসহ বর্ণনা কর।
৯। নিরক্ষর দিন মজুর বাবার পাঁচ সন্তানের মধ্যে প্রখর মেধাবী শারমিনই প্রথম দারিদ্যের কষাঘাতে জর্জরিত রহিম মিয়া তার মেয়েকে পাত্রস্থ করার সিদ্ধান্ত নেয়। পামের গায়ের পঞ্চাশোধ গেদু প্রধান তার বংশ রক্ষার জন্য চতুর্থ স্ত্রী হিসাবে শারমিনকে ঘরে তুলতে চায় আজ শারমিনের বিয়ে। শারমনি সারিয়াকান্দী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। নিরুপায় শারমিনের সহপাঠিরা উপজেলা চেয়ারম্যানের কাছে খায়, যেভাবেই হোক এ বিষয়ে বন্ধ করতে হবে। পাঠ্য বই পড়ে ওরা জানে, মেয়েদের বিয়ের ন্যুনতম বয়স ১৮ বছর।
(ক) বাল্য বিবাহ কাকে বলে?
(খ) বাল্য বিবাহ নিষেধ কেন?
(গ) পুত্র সন্তান বংশ ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজন গ্রামীন সমাজের প্রেক্ষাপটে উক্তিটি মূল্যায়ন কর।
(ঘ) শারমিনের সহপাঠিদের উদ্যোগকে তুমি কিভাবে মুল্যায়ন করবে।