২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
নবম শ্রেণী
বিষয়ঃ সামাজিক বিজ্ঞান
সময়ঃ ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান-৬০
যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান সমান)
১। রহিমের পিতা একজন সরকারী কর্মকর্তা। তিনি ঢাকায় কর্মরত। রহিম সারিয়াকান্দী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বাবার অবর্তমানে রহিম নিয়মিত স্কুলে যায় না এবং স্কুলে গেলেও স্কুল থেকে পালিয়ে রাস্তার মোড়ে আড্ডা দেয় এবং স্কুল ফেরত মেয়েদের সাথে অশালীন আচারণ করে। ফসল তোলার সময় সে গ্রামের বাড়ীতে বেড়াতে যায় এবং বাবার অজান্তে ফসল বিক্রি করে দেয়।
(ক) রহিম কোন অপরাধীর অন্তর্ভুক্ত?
(খ) এ ধরনের অপরাধ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা কর।
(গ) এ দেশের উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরীরা কীভাবে রহিমের ন্যায় অপরাধী হয়ে পড়েছে তা ব্যাখ্যা কর।
(ঘ) রহিমকে এ ধরনের অপরাধী হওয়ার হাত থেকে রক্ষা করার উপায় যুক্তিসহ ব্যাখ্যা কর।
২। নানুর কাছে গল্প শুনতে বসে অনীকের দু চোখ বিস্ময়ে ভরে উঠল। নানু বললেন, আমরা যেখানে বাস করি, গাছপালা লাগাই এটা পৃথিবীর উপরের অংশ। এক সময় এটা উত্তপ্ত অবস্থায় ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণ করে এটি বর্তমান অবস্থায় এসেছে।
(ক) ভূ-ত্বক কী?
(খ) ভূ-ত্বকের উপাদানগুলো পরিমাণ সহ উল্লেখ কর।
(গ) অনীক তার নানুর কাছে ভূত্বক গঠনকারী যেসব শীলা সম্পর্কে জানতে পারে সেগুলো ব্যাখ্যা কর।
(ঘ) ভূঅভ্যন্তর বিভিন্ন উপাদান ও স্তরে সজ্জিত উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৩।
(ক) সংসদীয় সরকারের প্রধান কে?
(খ) সংসদীয় সরকারের ব্যাখ্যা দাও।
(গ) যে সব বৈশিষ্ট্যের সমন্বয়ে সংসদীয় সরকার গড়ে ওঠে তা ব্যাখ্যা কর।
(ঘ) সংসদীয় সরকারের দোষ ও গুনাবলির মুল্যায়ন কর।
৪। জনাব মোস্তাফিজুর রহমান গত জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারকালে তার কর্মীরা বিভিন্ন দলের পোষ্টার, ব্যানার ইত্যাদি নষ্ট করে এবং অন্য প্রার্থী সম্পর্কে মিথ্যা অভিযোগ করে জনাব মোস্তাফিজুর গনগণকে সাহায্য প্রদানের নামে প্রচুর অর্থ ব্যয় করেন। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অন্য প্রার্থীরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না।
(ক) নির্বাচন কী?
(খ) গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের দুটি গুরুত্ব বর্ণনা কর।
(গ) জনাব মোস্তাফিজুর রহমান কীভাবে আচরণবিধি লঙ্গন করেছেন।
(ঘ) আচারণবিধি লঙ্গনের জন্য জনাব মোস্তাফিজুর রহমান এর শাস্তি হওয়া প্রয়োজন তুমি কী এর সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৫। জসীম সাহেব বাজারে আম কিনতে গিয়ে যে আচরণ প্রদর্শন করে তা নিæের সুচিতে দেখানো হলঃ
প্রতিটি আমের দাম ক্রয়ের পরিমাণ
১৫ টাকা ২৪টি
১২ টাকা ৩৬টি
১০টাকা ৪০টি
৫টাকা ৪৮টি
(ক) এখানে যে বিধিটি প্রযোজ্য তা উল্লেখ কর।
(খ) জসিম সাহেবের আম ক্রয়ের পরিমাণের সাথে প্রধান নিয়ামকটি ব্যাখ্যা কর।
(গ) উপরোক্ত সুচি থেকে একটি চাহিদা রেখা অংকন কর।
(ঘ) চাহিদা রেখার আকৃতি এরূপ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
৬। লতিফা বেগম একটি পোশাক কারখানায় চাকরি করে। সেখানে সে ১০০০ টাকা বেতন পায় শুধু শার্টের বোতাম লাগানোর জন্য মালিকের সাথে বিরধের কারণে একদিন তার চাকরী চলে যায়।
(খ) শ্রম বিভাগ কাকে বলে?
(খ) শ্রম বিভাগের একটি সুবিধা বর্ণনা কর।
(গ) অর্থনীতির দৃষ্টিতে লতিফা বেগমের দুরবস্থার পেছনে কী কারণ চিহ্নিত আছে বলে তুমি মনে কর।
(ঘ) লতিফা বেগমের বেকারত্ব তার সার্বিক জীবনে যে বিপর্যয় নিয়ে এসেছে তা বিশ্লেষণ কর।
৭। পাপিয়া ও ডালিয়া দুই বোন। তারা দুজনেই লেখাপড়া শিখে এখন প্রতিষ্ঠিত। পাপিয়া জানায়, দেশের জনসংখ্যা কখনও দায় আবার কখনও সম্পদ। দেশের একটি অংশ বর্তমানে দায় হিসেবে পরিগণিত হচ্ছে। তারমধ্যে নারীর সংখ্যাই সর্বাধিক। এর প্রধান কারণ জনসংখ্যা স্ফীতি। ডালিয়া বলল, নারীর ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক। পাপিয়া জানায়, পরিবার পরিকল্পনা গ্রহণে নারীরা পিছিয়ে। এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
(ক) পরিবার পরিকল্পনা কী?
(খ) জনসংখ্যাকে দেশের জনসম্পদ হিসেবে আখ্যায়িত করা হয় কেন?
(গ) নারীর পরিবার পরিকল্পনায় পাপিয়া কী কী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করতে পারে।
(ঘ) নারীর ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক। বিশ্লেষণ কর।
৮। সংবাদপত্রের প্রথম পাতায় সা¤প্রতিক কালে চীনে সংঘটিত ভূমিকম্পের ভয়াবহতার সেই চিত্র দেখে জেনিতা শিউরে উঠে। ২০০৭ সালে বাংলাদেশে সিডরের তান্ডব চিত্র সে টিভিতে দেখেছে। এ দুর্যোগ উপকুলীয় কয়েকটি জেলার মানুষজনের শুধু ঘরবাড়ী ধ্বংস করেনি এর সাথে জলোচ্ছাস জমির ফসল ও অন্যান্য ক্ষতিসাধন করে। জেনিতার ধারণা উপকুলীয় অঞ্চলে প্রয়োজনীয় সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থাকলে জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কম হত।
(ক) সিডর কোন শ্রেণীর দূর্যোগ?
(খ) এ ধরনের দুর্যোগ কীভাবে সৃষ্টি হয়ে থাকে?
(গ) এ দুর্যোগের ফল সৃষ্টি ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি কর।
(ঘ) সিডর এর ন্যায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জেনিতার বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
৯। হাসমত ডিভি পেয়ে আমেরিকায় প্রবাসী হয়েছেন আজ থেকে ৭ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় তিনি ধীরে ধীরে উচ্ছৃঙ্খল জীবন যা নে ঝুকে পড়েন। এক সময় তার পাতলা পায়খানা হয় এবং পুনঃ পুন জ্বর আসে। ডাক্তার উপসর্গগুলো শনাক্ত করেন এবং রক্ত পরিক্ষা করে নিশ্চিত হন যে হাশমত সাহেব HIV তে আক্রান্ত। ইতিমধ্যে তিনি দেশে ফিরে আসেন। HIV আক্রান্ত হবার ভয়ে স্ত্রী হাসনা সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এমনটি হাশমতের বাবা পর্যন্ত এইডস এর ভয়ে ছেলেকে এড়িয়ে চলে। একদিন এক স্বাস্থ্যকর্মী হাসনার বাড়ীতে আসে এবং বিষয়টি জানতে পারে HIV সংক্রামনের উপায়, রোগীর পরিচর্যা এবং প্রতিরোধের বিষেয়ে বর্ণনা করেন। এতে হাসনা নিশ্চিত হন এবং শ্বশুর বাড়িতে ফিরে আসেন ।
(ক) এইডস কী?
(খ) HIV সংক্রামিত হবার একটি প্রধান মাধ্যম ব্যাখ্যা কর।
(গ) হাসনা ও তার পরিবারের সদস্য কীভাবে হাসমতের পরিচর্যা করতে পারে, সংক্ষেপে বিবরণ দাও।
(ঘ) এইচআইভি-এইডস প্রতিরোধে ‘না’ বলা একটি কৌশল বিশ্লেষণ কর।