Friday, February 7
Shadow

২য় সাময়িক পরীক্ষার রসায়ন প্রশ্নপত্র – নবম শ্রেণী

২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
নবম শ্রেণী
বিষয়ঃ রসায়ন
সময়ঃ ২ ঘণ্টা                                                   পূর্ণমান-৪০

যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ
১। প্রতি মৌলের পরমানু মৌলিক কণিকা দ্বারা গঠিত। কণিকা সমূহের মধ্যে কোনটি ধনাত্মক, কোনটি ঋনাত্মক আবার কোনটি চার্জ নিরপেক্ষ। একটি মৌলিক কণিকা নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান। পরমানুতে ঐ মৌলিক কণিকার বিন্যাস থেকে মৌলের ধর্ম সম্বন্ধে জানা যায়। এ কণিকার গ্রহণ ও বর্জনের ফলে মৌল আধান গ্রস্ত হয়। অবশিষ্ট কণিকাগুলো মৌলের নিউক্লিয়াসে অবস্থান করে।
(ক) নিউক্লিয়াসে চতুর্দিকে ঘূর্ণায়মান কণিকার নাম কি?
(খ) পরমানু কেন আধান গ্রস্ত হয়?
(গ) cu পরমানুর ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে দেখিয়ে এর যোজনী নির্ণয় কর।
(ঘ) মৌলের নিষ্ক্রিয়তা ও সক্রিয়তা নির্ধারণে এর ইলেকট্রন বিন্যাস প্রধান ভূমিকা পালন করে ব্যাখ্যা কর।

২। নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যায় সারণির ডানদিকে শুন্য গ্রুপে অবস্থান করে। এরা কোণ মৌলের সাথে যুক্ত হতে চায় না বলে নিষ্ক্রিয় গ্যাস সমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। বায়ু মন্ডল ও অন্যান্য উৎসে এরা অত্যন্ত কম পরিমাণে থাকে। এদেরকে অভিজাত গ্যাস ও বলা হয়।
(ক) নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে?
(খ) নিষ্ক্রিয় গ্যাস সমূহকে অভিজাত গ্যাস বলার কারণ দর্শাও।
(গ) পর্যায় সারণীতে নিষ্ক্রিয়গ্যাসের অবস্থান বর্ণনা কর।
(ঘ) নিষ্ক্রিয় গ্যাসসমূহের নিষ্ক্রিয়তার গুরুত্ব বিশ্লেষণ কর।

৩। পর্যায় সারণির একটি গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ও পারমানবিক ব্যাসার্ধ নিম্নে দেওয়া হলঃ
মৌল ইলেকট্রন বিন্যাস পারমানবিক ব্যাসার্ধ

মৌল

ইলেকট্রন বিন্যাস পারমানবিক ব্যাসার্ধ

Li

2, 1

2.05

Na

2, 8, 1

2. 23

K

2, 8, 8, 1

2.77

Rb

2, 8, 18, 8, 1

2.98

Cs 2, 8, 18, 8, 1

3. 34

উপরের ছক ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(ক) প্রদত্ত মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
(খ) প্রদত্ত মৌলগুলোকে ঐ গ্রুপে রাখা হয়েছে কেন?
(গ) 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় কর।
(ঘ) ছকে প্রদত্ত মৌলগুলোর রাসায়নিক সক্রিয়তা পারমানবিক ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায়- উদাহরণসহ ব্যাখ্যা কর।
৪। Mg + Cl2 = Mgcl2.
(ক) উপরের প্রদত্ত বিক্রিয়ার কোনটি জারক?
(খ) বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা কর।
(গ) Mg ও O2 এর মধ্যে সংঘটিত বিক্রিয়াটিও একটি জারণ বিজারণ বিক্রিয়া প্রমাণ কর।
(ঘ) প্রশমন বিক্রিয়ার সাথে উল্লেখিত বিক্রিয়াটির পার্থক্য বিশ্লেষণ কর।

৫। একদিন রসায়ন বিভাগের স্যার ক্লাসে এসে ছাত্রদের উদ্দেশ্যে বললেন যে আমাদের চারপাশে যে বিভিন্ন যৌগ রয়েছে তা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট। তবে যে কোন রাসায়নিক বিক্রিয়া সংঘটনের সময় নির্দিষ্ট উৎপাদন পাওয়ার জন্য অনুকুল পরিবেশ বজায় রাখতে হয়। স্যারের কথাশুনে ছাত্ররা বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল।
(ক) রাসায়নিক বিক্রিয়া কি?
(খ) রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখ।
(গ) প্রমাণ কর যে, রাসায়নিক বিক্রিয়ার ভরের কোন পরিবর্তন হয় না।
(ঘ) তাপ, আলোক, বিদ্যুৎ প্রবাহ, শব্দ কম্পন প্রভৃতি রাসায়নিক বিক্রিয়া সংঘটনে কোনো ভূমিকা রাখতে পারে কিনা- তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *