২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
৮ম শ্রেণী
বিষয়ঃ ইসলাম ধর্ম
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৬০
১। রফিক তার বন্ধু জামালকে বলে যে, আমার পীর সাহেব পরকালে সুপারিশ করে আমাদের সকল মুরিদকে জান্নাতে নেবেন। এ কথা জামাল ইমাম সাহেবের নিকট জানতে চান পীর সাহেব কি? আমাদের সকলকে জান্নাতে নিতে পারেন? ইমাম সাহেব বললেন “রাসুল (রাঃ) সুপারিশ করে জান্নাতে নিতে পারেন। রাসুল (সাঃ) বলেছেন আমাকে শাকায়াত করার অধিকার দান করা হয়েছে।” জামাল বলল “আর কেউ কি পারবে না।?” তখন ইমাম সাহেব বললেন, আল্লাহর অনুমতি সাপেক্ষে নেক্কার বান্দারা ও সুপারিশ করতে পারবেন।
(ক) শাফায়াত শব্দের অর্থ কী?
(খ) শাফায়াত বলতে কি বুঝ?
(গ) রফিকের পীর সাহেব তার মুরিদদের জন্য সুপারিশ করতে পারবে কি না ব্যাখ্যা কর।
(গ) আমাকে শাফায়াত করার অধিকার দান করা হয়েছে। রাছুলুল্লাহ (সাঃ) এর বাণীটি বিশ্লেষণ কর।
২। ফয়সাল সাহেব মৃত্যুকালে স্ত্রীসহ একছেলে মকবুল ও দুই কন্যা রেখে যান। কিছু দিন পর মেয়েরা তাদের ভাইয়ের কাছে সম্পদের ভাগ চায়, এতে মকবুল ভাগ দিতে অনীহা প্রকাশ করে। তাদের মা ছেলেকে ওয়ারিস সুত্রে প্রাপ্য সম্পত্তির অংশ বোনদেরকে বুঝিয়ে দেয়ার তাকিদ দেন। সে বলে আমি ওয়ারিস বলতে কিছু বুঝি না। বরং প্রত্যেককে লক্ষ টাকা করে দিতে পারি। এতে মা রেগে গিয়ে নারীর অধিকার প্রসঙ্গে কুরআনে আয়াত উল্লেখ করেন। পিতা-মাতা ও আত্মীয়-স্বাজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীর অধিকার আছে।
(ক) স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে সন্তান থাকলে স্ত্রীর অংশ কতটুকু?
(খ) ওয়ারিস বলতে কি বুঝায়?
(গ) মকবুলের একলক্ষ টাকা প্রদানের অঙ্গীকার কী সম্পত্তিতে নারীর অধিকার আদায় হবে? ব্যাখ্যা কর।
(ঘ) ইসলামের দৃষ্টিতে সম্পত্তির বন্টন না হওয়ায় আত্মীয় সম্পর্ক নষ্ট হচ্ছে। বিষয়টি বিশ্লেষণ কর।
৩। মিলা ও লিলা ৮ম শ্রেণীতে পড়ে। ক্লাসে স্যার মুসা (আঃ) এর সময়ে মিসরের বাদমা ওলীদ সম্পর্কে আলোচনা করছিলেন মিলা বলল বাদমা ওলীদ চরম নিষ্ঠুর ছিলেন। আর তার নির্দেশে নিষ্পাপ শিশুকে মেরে ফেলা হয়। এখানে সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি নিজের স্বার্থে মানুষ হত্যা করে যাচ্ছে। লিলা বলে, আমাদের ভুলে যাওয়া উচিত নয়, সীমালঙ্গন কারি ক্ষমতাবান ওয়ালিদকেও আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন।
(ক) ওয়ালিদকে আমরা কিভাবে বা নামে চিনি?
(খ) ওয়ালিদ শিশু পুত্র হত্যার নির্দেশ দিয়েছিলেন কেন?
(গ) বর্তমানে নিজের স্বার্থে মানুষ হত্যার বিষয়টি তুমি কিভাবে ব্যাখ্যা কর।
(ঘ) ওয়ালিদ ছিলেন একজন চরম সীমালঙ্গনকারী বুঝিয়ে লেখ।
৪। রাকিব সাহেব আখিরাতের ভয়ে নিয়মিত সালাত আদায় করে। ইমাম সাহেবের খুৎবায় ইমান ও আখিরাতের বর্ণনা শুনে জাহান্নামের ভয়ে সে বিচলিত হয় এবং তার চোখে পানি আসে। সে গরিব। তার আয়রোজগারের কথা জিজ্ঞাসা করলে সে বলে আল্হাম্দুল্লিাহ আমি ভালো আছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট।
(ক) ইমান শব্দটির অর্থ কি?
(খ) ইসলামে আখিরাতের প্রতি ইমানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
(গ) রাকিব সাহেব আল্লাহর প্রতি সন্তুষ্ট- এ থেকে আমরা কি শিক্ষালাভ করতে পারি?
(ঘ) রাকিব সাহেব একজন প্রকৃত মুমিন- বিশ্লেষণ কর।
৫। একজন ভিক্ষুক শফিকের কাছে ভিক্ষা চাইলে সে বলে তুমিতো সুস্থ সরল শক্তিশালি এবং গায়ে বেশ জোড় আছে, শিক্ষা কর কেন? কোনো কাজে যোগ দিতে পার না? শফিকের বন্ধু রফিক ভিক্ষুকে কিছু দিতে চাইলে- শফিক তাকে নিষধ এবং বলে মহানবী (সাঃ) ভিক্ষা করা পছন্দ করতেন না। মহানবী (সাঃ) আরও বলেন আল্লাহ তায়ালা উপার্জনশীল বান্দাদের পছন্দ করেন।
(ক) স্বাবলম্বন অর্থ কি?
(খ) স্বাবলম্বী হওয়া বিষয়টি ব্যাখ্যা কর।
(গ) একজন সুস্থ সবল ও গায়ে বেশ জোড় আছে, এমন ভিক্ষুক স্বাবলম্বী হওয়ায় কুরআন হাদিস থেকে কি শিক্ষা নিতে পারে।
(ঘ) আল্লাহ উপার্জন বান্দাদের পছন্দ করেন বিভিন্ন নবী ও রাছুলের ঘটনা উল্লেখ করে বিশ্লেষণ কর।
৬। আল্লাহ তায়ালা বিভিন্ন নবী-রাসুলের মাধ্যমে এ পৃথিবীতে অন্যায় অবিচার দুর্নীতি উচ্ছেদ করে সকল মানুষ যেন জান্নাতে যেতে পারে সেজন্য আল্লাহ তায়ালা শেষ জামানায় হজরত মুহাম্মাদ (সাঃ) কে পাঠিয়েছেন।
(ক) রিসালাত ও শব্দের অর্থ কি?
(খ) নবী ও রাসুলের মধ্য পার্থক্য ব্যাখ্যা কর।
(গ) হজরত মোহাম্মাদ (সাঃ) শেষ নবী তুমি কি প্রমাণ উল্লেখ করতে পার ব্যাখ্যা কর।
(ঘ) ইসলাম আল্লাহর পছন্দ জীবন ব্যবস্থা বিশ্লেষণ কর।