২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
নবম শ্রেণী
বিষয়ঃ ইসলাম শিক্ষা
সময়ঃ ২ ঘণ্টা পূর্ণমান-৬০
যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাওঃ
১। হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রীঃ জন্মগ্রহণ করেন। সে সময় সেখান কার অবস্থা ছিল মর্মান্তিক ঘটনা কেননা জাহিলীয় নিয়ম কানুন সবাই গ্রহণ করেছিল।
(ক) হযরত মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণ করেন কোথায়?
(খ) হযরত মুহাম্মাদ (সাঃ) কে কেন বররতার যুগে পাঠান?
(গ) হযরত মুহাম্মাদ (সাঃ) কে তার দাওয়াতের বিরোধীতার পরিণাম বর্ণনা কর।
(ঘ) হযরত মুহাম্মাদ (সাঃ) এর শৈশব থেকে তুমি কি শিক্ষা নিতে পার।
২। রনি টিফিনের সময় দেখল জনি বন্ধুদের সাথে মাঠে খেলতে যাচ্ছে। তখন রনি বলল চল আমরা সবাই নামাজে যাই। কারণ আল্লাহ বলেন- তোমরা নামাজ কায়েম কর। নিশ্চয় নামাজ মানুষকে অশলিল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এ কথায় জনি ছাড়া সবই মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করল।
(ক) নামাজ কি?
(খ) নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রিত রাখে। বলতে কি বুঝ?
(গ) রনি কিভাবে নামাজের জন্য উৎসাহ করতে পারে।
(ঘ) জামায়াতে নামাজ আদায়ের ফলে সামাজিক সম্পর্ক দৃঢ় হয় উক্তি বিশ্লেষণ কর।
৩। করিম এস,এস,সি পরীক্ষার্থী। পরীক্ষার পূর্বে সে কোন মাজারে পীরের নিকট দু,আ প্রার্থনা করতে গেল। রহিম বলল বাবা আমি যেন পরীক্ষায় ভাল ভাবে পাশ করতে পারি মাজারে করিম অন্য একজন ছাত্রকে সেজদা করতে দেখল। বাড়ী ফিরে এসে একজন অভিজ্ঞ মওলানার কাছে প্রার্থনা সম্পর্কে জিজ্ঞাসা করল এবং উত্তর দিলেন, দুই জনের প্রার্থনা শিরক হয়েছে।
(ক) শিরক কি?
(খ) শিরক কাকে বলে?
(গ) করিম কিভাবে শিরক না করে মাজারে প্রার্থনা করতে পারে? ব্যাখ্যা কর।
(ঘ) আল্লাহ শিরক গুনাহ ক্ষমা করেন না কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
৪। মনির পরীক্ষায় ১ম হওয়াতে গণি ইষান্বিত হয়ে মনি সম্পর্কে বদনাম করে। মনি অন্যের কাজ থেকে এ বিষয়টি জানার পর গণিকে জিজ্ঞাসা করলে গনি রাগান্বিত ও ক্ষীপ্ত হয় এবং ঝগড়া শুরু করে। বিষয়টি শিক্ষকের দৃষ্টিতে আসলে তিনি গণিকে বলেন যে তুমি গীবত করছ এভাবে গীবত করলে সমাজে হিংসা বিদ্বেষ ও ফিৎনা ফাসাদ সৃষ্টি হয়। যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্থ করে।
(ক) হিংসা বিদ্বেষ কি?
(খ) হিংসা বিদ্বেষ কাকে বলে?
(গ) গণি কিভাবে হিংসা ও গীবত থেকে নিজে বিরত থাকতে পারে।
(ঘ) হিংসা বিদ্বেষ কিভাবে ব্যক্তি পরিবার ও সমাজ ধ্বংস করে দেয় বিশ্লেষণ কর।
৫। দুই বন্ধু আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলছিল, একজন বলল আল্লাহ তায়ালা ১৮ হাজার মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা জীব করে তৈরি করেছেন। অন্য জন বলল আল্লাহ জ্বীন ও মানুষ জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর অন্য সব সৃষ্টিকে মানুষের কল্যাণের সৃষ্টি করেছেন। তাই আমাদের উচিত তার ইবাদত করা।
(ক) ইবাদত কী?
(খ) ইবাদত কাকে বলে?
(গ) মানুষ সৃষ্টির সেরা জীব কেন?
(ঘ) সামাজিক ঐক্য ও সৌন্দর্য রক্ষায় ইবাদতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন- উক্তি কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
৬। হেলাল মিয়া ও বেলাল মিয়া একে অন্যের প্রতিবেশী জমি-জমা সংক্রান্ত তাদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। বেলাল মিয়ার জমির আইল কাটতে কাটতে হেলাল মিয়ার সীমার মধ্যে বেশ কয়েক হাত চলে এসে। হেলাল মিয়া বিদেশে চাকুরী করে বলে নিয়মিত জমি দেখাশুনা করতে পারে না। হেলাল এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায়।
(ক) বেলাল মিয়ার কাজটি ইসলামের দৃষ্টিতে কিসের পরিপন্থি।
(খ) প্রতিবেশী হক কাকে বলে।
(গ) হেলাল মিয়ার কাজটি ইসলামের দৃষ্টিতে কিরূপ হয়েছে ব্যাখ্যা কর।
(ঘ) ইসলামের দৃষ্টিতে বেলাল এর কাজটির ফলাফল কী হতে পারে বিশ্লেষণ কর।
৭। হাজি মিয়া ও কাজি মিয়া তারা দুই বন্ধু। তাদের দুই জনের মধ্যে এমন একটি চুক্তি হল যে চুক্তি মোতাবেক তারা দুইজন সমানভাবে ঐ কাজটি সম্পূর্ণ করবে এবং কেহ চুক্তি ভঙ্গ করবে না। এ অবস্থায় কয়েক বছর ধরে কাজ করতে থাকে। হঠাৎ করে দুই জনই একে অপরের ভুল বুঝাবুঝি মনোভাব নিয়ে রাগারাগি করে চুক্তিনামা পত্রটি ছিড়ে ফেল।
(ক) ওয়াদা শব্দের অর্থ কি?
(খ) হাজি ও কাজি রাগারাগির কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
(গ) ওয়াদা ভঙ্গকারি ব্যক্তিগণ সমাজের প্রতিক্রিয়া ইসলামের দৃষ্টিতে বর্ণনা কর।
(ঘ) হাজি ও কাজি চুক্তিপত্রটি ছিড়ে ফেলা ও ওয়াদা ভঙ্গের সামাজিক ক্ষতির কারণ বিশেষণ কর।