Sunday, January 26
Shadow

মডেল পরীক্ষার বাংলা ২য় পত্র প্রশ্ন ২০২০

মডেল পরীক্ষা-২০২০

বাংলা ২য় পত্র

সময়: ২ ঘণ্টা ১০ মিনিট                               পূর্ণমান: ৬০

 

১। যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করঃ

(ক) পহেলা বৈশাখ

(খ) স্বাধীনতা দিবস

২। যে কোন একটি বিষয়ে পত্র লিখঃ

(ক) বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে বন্ধুর কাছে পত্র লিখ।

(খ) নতুন প্রধান শিক্ষকের আগমন উপলক্ষে সংবর্ধনা জানিয়ে মানপত্র রচনা কর।

৩। সারাংশ অথবা সারমর্ম লেখঃ

(ক) জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার, দালানকোঠার সংখ্যাবৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় না, বড় হয় অন্তরের শক্তিতে নৈতিক চেতনায়, আর জীবন পন করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায় জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর, দুমূল্য হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জন করে মহত্ত¡ আর মহৎ কর্মের যোগ্যতা। সব রকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা, তথা মাতৃভাষা আর তা ছাড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।

অথবা, (খ) সারমর্ম লেখঃ

বসুমতি, কেন তুমি এতই কৃপণা?

কত খোঁড়াখুড়ি করি পাই শস্য কণা।

দিতে যদি হয় দেনা, প্রসন্ন সহাস?

কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?”

শুনিয়া ঈষৎ হাসি কণ বসুমতি,

আমার গৌরব তাতে সামান্যই বাড়ে,

তোমার গৌরবতাহে একে বারেই ছাড়ে।”

৪। ভাব-সম্প্রসারণ লেখঃ (১টি)

(ক) নানান দেশের নানান ভাষা

বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?

(খ) দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।

৫। যে কোন একটি বিষয়ে প্রতিবেদন রচনা করঃ

(ক) শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও তার প্রতিকার বিষয়ক প্রতিবেদন রচনা কর।

(খ) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে উদ্যাপিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন প্রণয়ন কর।

৬। যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা লেখঃ

(ক) শ্রমের মর্যাদা; (খ) অধ্যবসায়; (গ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *