মডেল পরীক্ষা-২০২০
বাংলা ১ম পত্র (আবশ্যিক) সৃজনশীল প্রশ্ন
(প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে ১টি সহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।)
ক’ বিভাগ : গদ্য
১। রাধাচরণ বাবুর চারটি মেয়েরই বিয়ে হয়ে গেছে। চারটি মেয়ের বিয়েতে তার প্রচুর টাকা-পয়সা খরচ হয়েছে। মেয়েদের বিয়ের কারণে বেশির ভাগ জমিই তিনি বিক্রি করেছেন। এখন বাকি আছে কেবল বসত বাড়িটা। এক সময়ের অবস্থাপন্ন রাধাচরণ বাবু আজ ধার-দেনার নিমজ্জিত। এ নিয়ে তার দুঃখ নেই। তিনি এই ভেবে সুখী যে, তার মেয়ে গুলো অন্তত সুখে আছে।
(ক) কোথায় একটা তুমুল গোলযোগ বেধে গেল?
(খ) নিরুপমার বিয়ের দিন অন্তঃপুরে কান্না পড়ে গেল কেন?
(গ) উদ্দীপকের রাধাচরণ বাবু দেনাপাওনা’ গল্পের কোন চরিত্রটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের রাধাচরণ বাবু ও দেনাপাওনা’ গল্পের রামসুন্দর মিত্র উভয়ই কন্যার সুখী জীবন কামনায় নিজেকে নিঃস্ব করে দিয়েছেন মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
২। শুধু বিঘে দুই, ছিল মোর ভুঁই/ আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, বুঝেই উপেন। এ জমি লইব কিনে
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
(খ) বাঙালীর মা ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রীর কাছ থেকে দেকার সাহস পেল না কেন?
(গ) বাবু বলিলেন, বুঝেছ উপেন এজমি লইব কিনে চরণটি অভাগীর স্বর্গ’ গল্পের যে ভাব প্রকাশ করে তা ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত ভাবটিই কি অভাগীর স্বর্গ’ গল্পের একমাত্র উপজীব্য? যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩। জাপানিরা অত্যন্ত পরিশ্রমী। ১০০ বছর আগেও বর্তমান জাপানের অর্থনৈতিক অবস্থা ছিল বড়ই নাজুক। নিজেদের পরিশ্রম আর জ্ঞান চর্চার মধ্য দিয়ে জাপান সারা বিশ্বে উন্নত জাতি হিসেবে আজ স্বীকৃত। পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এই কথাটির সত্যতা জাপানিদের কাছ থেকে বোঝা যায়।
(ক) ত্রিবিধ দন্ডের শেষ দন্ডটি কী?
(খ) বাঙালিদের কাছে মহৎ কাজে ব্যয়ের চেয়ে উপাধি লাভ করার জন্য অর্থ ব্যয় করা সহজ কেন?
(গ) উদ্দীপকের জাপানিদের সাথে নিরীহ বাঙালি’ প্রবন্ধের বাঙালিদের বৈসাদৃশ্য নিরূপণ কর।
(ঘ) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’- উদ্দীপক ও নিরীহ বাঙালি প্রবন্ধের আলোকে কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
খ-বিভাগ : কবিতা
৪। ছোট কালে ছিলাম বাঙালিদের বালুচরে সাঁতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে। ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশে আর নাহি ফেরা হয়।
(ক) সনেটের ষষ্টকে কী থাকে?
(খ) ¯েœহের তৃষ্ণা’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে প্রতিফলিত অনুভুতি কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে তুলে ধর।
(ঘ) উদ্দীপকে প্রতিফলিত অনুভুতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ’ কবিতার মূলভাব কথাটির সত্যতা বিচার কর।
৫।
মরণশীল | |
মানুষ | আশাবাদী |
সৃজনশীল | |
অমরত্বের পিয়াসী |
(ক) কোথায় প্রাণের মেলা চিরতরঙ্গিত?
(খ) নবনব সঙ্গীতের কুসুম ফুটাই- ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে প্রাণ’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) প্রাণ’ কবিতার সকল দিক উদ্দীপকে উপস্থাপিত হয়েছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬। তুলিয়া অঞ্চলখানি মুখ পরে দাও টানি,
ঢেকে দাও দেহে-
করণ মরণ যথা টাকিয়াছে সব ব্যথা
সকল সন্দেহ।। – রবীন্দ্রনাথ ঠাকুর
(ক) যতীন্দ্র মোহন বাগচী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(খ) প্রবাস কেমন লাগে’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের কবিতাংশের সঙ্গে অধুবধু’ কবিতার ভাবগত সাদৃশ্য নিরুপন কর।
(ঘ) অধবধু’ কবিতায় বধুর মনোব্যথা আর উদ্দীপকের সুর ধ্বনি যেন একই মর্মবাণী বহন করে। এ সম্পর্কে তোমার মতামত দাও।
গ-বিভাগ : সহপাঠ
৭। কিশোর বিন্টুর পরিবারের সবাই মারা গেছে কলেরায়। উমুল হয়ে গেছে সে কাওয়া-দাওয়া রাত্রি যাপনের কোনো ঠিক-ঠিকানা নেই তার। তবে একটি ঠিকানা জুটেছে তার। স্থানীয় মুক্তি যোদ্ধা কমান্ডার হলেন তার শেষ ঠিকানা।
(ক) বুধা কে?
(খ) বুধা কেন উমূল হয়ে গেল?
(গ) উদ্দীপকের বিন্টুর সাথে কাকতাড়–য়া’ উপন্যাসের বুধার সাদৃশ্য বিচার কর।
(ঘ) স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারই হলেন বিল্টুর শেষ ঠিকানা’- কাকতাড়–য়া’ উপন্যাস অবলম্বনে বাক্যটি বিশ্লেষণ কর।
৮। হাসান মোল্লা অঞ্চলে গড়ে তুলেছেন শান্তি কমিটি। পাকসেনাদের কাছে গরু-ছাগল সরবরাহ করে সে। মা-বোনদেরও অপমান করা তার নৈমিত্তিক কাজ। দলবল নিয়ে সে এখন মুক্তিযোদ্ধাদের আস্তানা খুঁজে বেড়ায়।
(ক) আহাদ মুন্সী কে?
(খ) আহাস মুন্সী কেন মুক্তিযোদ্ধাদের বৈপরীত্যে অবস্থান গ্রহণ করেছে?
(গ) উদ্দীপকের হাসান মোল্লার সাথে কাকতাড়–য়ার’ জাহাদ মুন্সীর চারিত্রিক সাদৃশ্য বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকটির মূলভাব কাকতাড়–য়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিযুদ্ধ বিরোধী ভাবধারার সাথে সম্পৃক্ত- মন্তব্যটি নিজের ভাষায় বিশ্লেষণ কর।
৯। জগলুল পীর শুধু তার নিজের অঞ্চলে নয়, আশপাশের বেশ কযেকটি জেলাতে কর্তৃত্ব ফলায়। মুরিদদের কাছ থেকে বিভিন্নভাবে সে অর্থ সম্পদ আদায় করে। বিবাহিত হলেও সম্প্রতি এক মুরিদ কন্যাকে সে বিয়ে করেছে। মেয়েটির নাম রেহেনা। সৎ মাই তাকে তুলে দিয়েছে জগলুলের হাতে। রেহানা এ বিয়েকে মন থেকে মেনে নিতে পারেনি। তার মনে জ্বলছে দ্রোহের আগুন।
(ক) তাহেরা কে?
(খ) তাহেরা কেন তার বিয়েকে মেনে নিতে পারেনি।
(গ) উদ্দীপকের রেহানার সাথে বাহিনরি’ নাটকের তাহেরার চারিত্রিক সাদৃশ্য বর্তমান।- ব্যাখ্যা কর।
(ঘ) রেহানা এ বিয়েকে মন থেকে মেনে নিতে পারেনি। তার মনে জ্বলছে দ্রোহের আগুন- বহিপীর’ নাটক অবলম্বনে বক্তব্যটি বিশ্লেষণ কর।