বার্ষিক পরীক্ষা-২০২০ইং
সপ্তম শ্রেণী
বিষয়ঃ বাংলা ২য় পত্র
সময়ঃ ২ ঘণ্টা পূর্ণমানঃ ৫০
১। এক কথায়/ এক বাক্যে উত্তর দাওঃ (২০টি)
(ক) সমাস শব্দের অর্থ কী?
(খ) সমাস কত প্রকার?
(গ) বিশেষ্য পদ কত প্রকার?
(ঘ) যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত ইত্যাদির সাধারণ নাম বোঝায়, তাকে কী বলে?
(ঙ) যে ক্রিয়া পদের কম থাকে তাকে কী বলে?
(চ) ‘ধর্ম’ শব্দের বিশেষণ পদ কী?
(ছ) ব্যাকরণে বচন অর্থ কী?
(জ) শিক্ষক শব্দের বহুবচন কী হবে?
(ঝ) যা দ্বারা কোনো বস্তুর সংখ্যাজ্ঞান সূচিত হয় তাকে কী বলা হয়?
(ঞ) বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার?
(ট) সারাংশ সব সময় কোন পুরুষে লিখতে হয়।
(ঠ) লিঙ্গ শব্দের অর্থ কী?
(ড) গাছ, কলম কোন লিঙ্গ?
(ঢ) মিয়া, শব্দটির স্ত্রীলিঙ্গ কী হবে?
(ণ) যে শব্দ দ্বারা স্ত্রী-পুরুষ কোন জাতিই বোঝায় না তাকে কী বলে।
(ত) বিভক্তি প্রধানত কয় প্রকার?
(থ) এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে কী বলে?
(দ) সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে?
(ধ) কাল মোট কয় প্রকার?
(ন) ‘হাসান সংবাদ পড়ে’ কোন কাল?
২। সারাংশ/সারমর্ম লেখঃ (যে কোন ১টি)
(ক) সারাংশ: বিদ্যা মানুসের মূল্যবান সম্পদ; সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাবের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভান্ডার পূর্ণ করিয়অও থাকে, তথাপি তাহার সব পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সার্পের মন্ডকে মনি থাকে। মনি মূল্যবান পদার্থ বটে; কিন্তু তাই বলিয়া সেই মনি লাভের জন্য বিষধর সার্পের সাহর্চয লাভ করা বুদ্ধিমানের কার্য নহে। সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জের নিকট গমন বিধেয় নহে।
(খ) সারমর্মঃ
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,
নানা ভাবের নানা জিনিস শিখছি দিবারাত্র
এই পৃথিবীর বিরাট খাতায়,
শিখছি সেসব কৌতুহলে, সন্দেহ তাই মাত্র।
৩। ভাব-সম্প্রসারণ করঃ (যে কোন ১টি)
(ক) বণ্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।
(খ) শিক্ষাই জাতির মেরুদন্ড।
৪। অনুচ্ছেদ রচনা লেখঃ (যে কোন ১টি)
(ক) ইসলামে নারীর মর্যাদা।
(খ) পরিবেশ দূষণ।
৫। তোমার বোনের বিবাহ উৎসবে যোগদানের জন্য তোমার বন্ধুকে একটি পত্র লেখ।
অথবা, মাদ্রাসা পরিত্যাগের ছাড়পত্র (টি,সি) প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
৬। প্রবন্ধ রচনা লেখঃ (যে কোন একটি)
(ক) শহিদ মিনার, (খ) বাংলাদেশের পাখি,
(গ) বিজয় দিবস, (ঘ) অধ্যবসায়।